ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকুন্দিয়ায় সংঘর্ষ: দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৩ 

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২২  
পাকুন্দিয়ায় সংঘর্ষ: দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৩ 

শনিবার বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে চলাকালে আটককৃত একজন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩৮ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহ কামাল জানান, তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় আটক ২৩ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

শনিবার (৩ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের  ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মীসহ পুলিশের ১৫-২০ জন সদস্য আহত হন। 

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, হামলা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মামলাটি করা হয়েছে। ১৩৮ জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাই তাদের নাম আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় মোট আসামি দেড় হাজারের মতো। যাদের আটক করা হয়েছিল তাদের এ মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রুমন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়