ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৮ বছর ধরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৩১, ৫ সেপ্টেম্বর ২০২২
৮ বছর ধরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর ৮ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে জ্বালানি সংকটের কারণে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে রোগীদের দুর্বিষহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া দীর্ঘ দিন ধরে জেনারেটর বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রাংশ। জেনারেটর মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও সাড়া মিলেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯১ সালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে জেনারেটর দেওয়া হয়। এর ৪ বছরের মাথায় ১৯৯৫ সালে জেনারেটরটি বিকল হয়ে যায়।

দীর্ঘ ১৭ বছর পরে ২০১২ সালে মেরামত করে কিছুদিন চললেও ২০১৪ সালে এটি ফের বিকল হয়ে যায়। এরপর ৮ বছর কেটে গেলেও তা আর মেরামতের ব্যবস্থা করা হয়নি।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম শাহাবুদ্দিন বলেন, ‘জেনারেটর নষ্ট থাকায় আইপিএস দিয়ে কোনোমতে জরুরি বিভাগ ও হাসপাতালের প্রধান ফটকে বাতি জ্বালানো হয়। কিন্তু তীব্র লোডশেডিংয়ে আইপিএসও আর কাজে আসছে না। জেনারেটর নষ্টের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’

আরিফুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়