ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চার চাল ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৬ সেপ্টেম্বর ২০২২  
চার চাল ব্যবসায়ীকে জরিমানা

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গাজীপুরের কালীগঞ্জে চার চাল ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামাম্যণ আদালত। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। 

উম্মে হাফছা নাদিয়া জানান, দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের চার চাল ব্যবসায়িকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় অর্থদন্ড করা হয়। এদের মধ্যে মেসার্স জামান ষ্টোরকে ৫ হাজার, বিসমিল্লাহ ষ্টোরকে ২ হাজার, মেসার্স রতন ষ্টোরকে ২ হাজার ও চাঁন মোহন ষ্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

এসময় অন্যদের মধ্যে গাজীপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সিমু আক্তার, কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. রফিকুল ইসলাম, বেঞ্জ সহকারী মাহবুবুল ইসলাম,  পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।

রফিক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়