ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩০ টাকায় চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৩০, ৭ সেপ্টেম্বর ২০২২
৩০ টাকায় চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম থেকে চাল কিনে সংসার চালাচ্ছে দিনাজপুরের হিলির নিম্ন আয়ের মানুষজন। ৩০ টাকা দরে চাল পাওয়ায় অনেকটাই খুশি তারা। 

এদিকে হিলি স্থলবন্দরে ভারতীয় চাল আমদানি স্বাভাবিক রয়েছে। এর কিছুটা প্রভাবও পড়েছে চালের বাজারে। বর্তমানে এখানকার বাজারে তিন থেকে চার টাকা কমে ৫০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল। 

বুধবার (৭ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর ও বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি চাল বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশ করছে। এসব ট্রাক থেকে স্বাভাবিক নিয়মেই চলছে চাল খালাস প্রক্রিয়া। বর্তমানে বন্দরে ১৭৭টি ট্রাক চাল খালাসের জন্য অপেক্ষায় রয়েছে। 

চাল আমদানি হওয়ায় কিছুদিন আগেও হিলি খুচরা বাজারে যেসব চিকন চাল ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল তা এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৮ টাকা দরে। আবার মোটা জাতের ৫৩ টাকা কেজি দরের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।

এদিকে চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা কমলেও তা এখনো নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ফলে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল নিতে ওএমএস কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব কেন্দ্রে মানুষ লাইন ধরে চাল কিনছেন। তাতে অনেক টাকাই সাশ্রয় হচ্ছে তাদের।

হিলি বাজারে ওএমএস কেন্দ্রে চাল কিনতে আসা আখলিমা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা গরিব মানুষ, বাজারে বেশি দামে চাল কিনতে পারছি না। এখানে ৩০ টাকা কেজি দামে চাল পাচ্ছি, এতে আমাদের অনেক উপকার হচ্ছে।’

মোজাফ্ফর রহমান নামে অপর এক চালের ক্রেতা বলেন, ‘বাজারে চালের কেজি  ৬০ থেকে ৭০ টাকা। খোলা বাজারে চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। আমরা স্বল্প আয়ের মানুষ তাই লাইনে দাঁড়িয়ে চাল কিনছি। এতে চাল কেনার উপরি টাকা দিয়ে কাঁচা বাজার করা যাবে।’ 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হাকিমপুর (হিলি) পৌর এলাকায় ৩ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৬ মেট্রিন টন চাল বিক্রি করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র ও টিসিবির কার্ড প্রদর্শন করে এসব চাল কিনতে পারছেন ক্রেতারা।’ 

হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন শাহ বলেন, ‘আমরা ভারত থেকে আমদানিকৃত চাল অল্প করে নিচ্ছি। ভারতের চাল বাজারে আসায় চাল আমরা কেজিপ্রতি তিন থেকে চার টাকা কমে বিক্রি করতে শুরু করেছি। আশা করছি চালের দাম আরও কমতে পারে।’

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক আছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি চাল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করছে। আমরা প্রতিদিন ট্রাক থেকে চাল দ্রুত খালাসে ব্যবস্থা করছি। বর্তমান বন্দরে ১৭৭ টি চাল বোঝাই ট্রাক অবস্থান করছে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়