ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৭ সেপ্টেম্বর ২০২২  
৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক দুই

আটককৃত দুই স্বর্ণ পাচারকারী

যশোরের বেনাপোলের পোর্ট পুটখালী সীমান্তের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান এবং আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, ইসাপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে বলে খবর আসে। পরে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। 

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণসহ আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়