ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে বিএনপির ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৭ সেপ্টেম্বর ২০২২  
নাটোরে বিএনপির ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নাটোরের লালপুরে বিএনপির সাড়ে তিনশত নেতাকর্মীর নামে পুলিশ মামলা করেছে। তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে বুধবার (৭ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

নাটোরের লালপুরে কেন্দ্রীয়ভাবে বিএনপির ঘোষিত সমাবেশে যোগ দেওয়ার পথে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় পুলিশ ৫৮ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের (বাঘা- ঈশ্বরদী সড়ক) পালিদেহায় সংঘর্ষ হয়। ওইদিন রাতেই উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন।

গ্রেফতাররা হলেন— দক্ষিণ লালপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পুর ভাই গোলাম মোস্তফা তুহিন (৪২) ও পালিদেহা গ্রামের ছইর উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫৮)।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মনোয়ারুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়