ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:১৫, ৮ সেপ্টেম্বর ২০২২
মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ডুবুরিরা টোকন আলীর (৩৭) মরদেহ উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা একটার সময় মাথাভাঙ্গা নদীর নতিডাঙ্গা ঘাট থেকে ডুবুরিরা টোকন আলীর মরদেহ উদ্ধার করে। এসময় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে যায় নদীর পাড়। ভিড় করে শত শত উৎসুক জনতা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল আলিম (ওসি তদন্ত) জানান, জুয়া খেলার সংবাদ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই জাহিদুল ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থল ভাংবাড়িয়া কারিগর পাড়ায় অভিযান চালায়। এ সময় কবির এবং আকছেদ নামে দুইজনকে আটক করে পুলিশ। এ ছাড়া টোকন আলী ও নজিম দুইজন আটক থেকে বাঁচতে মাথাভাঙ্গা নদীর পানিতে ঝাঁপ দেন। এরপর নাজিম নদী সাঁতরে ওপারে গিয়ে উঠে পালালেও টোকন পানিতে তলিয়ে যান।  পরে টোকন আলীকে পাওয়া যাচ্ছে না জেনে এলাকাবাসি ও পুলিশের পক্ষ থেকে মাথাভাঙ্গা নদীতে অনুসন্ধান শুরু করা হয়। খবর দেওয়া হয় আলমডাঙ্গা সিভিল ডিফেন্সকে। সিভিল ডিফেন্সের উপ-সহকারী রফিকুল ইসলাম ৭ সদস্যের একটি দল নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থালে বিভিন্নভাবে তল্লাশী চালিয়ে তারাও ব্যর্থ হয়। এরপর খবর দেওয়া হয় খুলনা বিভাগীয় সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে। অবশেষে ডুবুরি দল আজ (বৃহস্পতিবার) টোকন আলীর মরদেহ উদ্ধার করে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়