ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রায়পুরে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে দুর্ভোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২২
রায়পুরে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে দুর্ভোগ

ঝুঁকি নিয়ে কাঠের তৈরি পুলটি দিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা

লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ডাকাতিয়া নদীর সংযোগ খালের ওপর নির্মিত কাঠের পুল বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে পাটাতনের কাঠ উঠে ফাঁকা হয়ে গেছে পুলটি। এছাড়া নড়বড় অবস্থায় রয়েছে এর খুঁটিগুলো। 

এদিকে গত পাঁচ দিনে পুলটি থেকে পড়ে গিয়ে ৬ শিশু শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

স্থানীয় গ্রামবাসীদের দাবি দ্রুত কাঠের পুলের স্থলে পাকা সেতু নির্মাণের। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, উদমারা গ্রামের কাঠের পুলটির কোনো হাতল নেই। মেঘনা ও ডাকাতিয়ার উপকূলীয় অঞ্চলের কৃষক, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন পুলটি। এছাড়া বেহাল অবস্থা হওয়ায় কোনো যানবহন এই পুল পার হতে পারে না।

স্থানীয় বাসিন্দা নবী বন্ধু বলেন, ‘এই পুল ব্যবহার করে মোল্লারহাটবাজার, খাসেরহাট বাজার এবং হায়দরগঞ্জ বাজারে যাতায়াত করেন প্রায় ৫০০ পরিবারের লোকজন। ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজের জন্য কৃষকদের বিভিন্ন ফসল হাটে নিতে সমস্যা হয়। বয়স্ক লোকদের শারীরিক সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উদমারা গ্রামের আশ্রায়নকেন্দ্রে যেতে অনেক সমস্যা হয়। তাই কাঠের পুলের স্থানে পাকা সেতু নির্মাণের প্রয়োজন।’

স্কুল শিক আবদুস সোবহান বলেন, ‘কাঠের পুলটি দিয়ে চরবংশি, জালিয়ারচর ও বেরিবাঁধ সড়কের দুই পাশের বাসিন্দারাসহ বিভিন্ন বাড়ির প্রায় ৫০০ পরিবারের লোকজন যাতায়াত করেন। পাশাপাশি উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ গ্রামের কয়েকশ লোক প্রতিদিন যাতায়াত করেন। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধ। এ অঞ্চলের বাসিন্দাদের হাট-বাজার করে বাড়িতে আসতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় কোনো যানবাহন চলাচল করে না। তাই মাথায় করেই চালের বস্তাসহ বাজার আনতে হয়।’

দক্ষিণ চরআবাবিল ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, ‘মেঘনা উপকূলীয় কৃষি অঞ্চলের মানুষের কাঠের পুলের কারণে অনেক সমস্যা হচ্ছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়