ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপিত 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:১০, ৯ সেপ্টেম্বর ২০২২
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপিত 

মধু দান করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন মধু পূর্ণিমা। 

এ উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ভান্তেদের চীবরদান, ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। 

উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাজকুমার চহ্লা প্রু জিমিসহ বৌদ্ধ ধর্মালম্বী দায়ক দায়িকারা বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন। 

এর আগে সকালে বান্দরবান সদরের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন ড. সুবন্নলংকারা মহাথের।

বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন। বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমাও বলে থাকেন। 

বিকেলে ফানুস উড়িয়ে ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই মধুপূর্ণিমার সমাপ্তি হবে। 

বাসু দাশ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়