ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফের কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২২
ফের কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের আবাবো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গ্রুপ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ 

এর আগে গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

কুবি সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাজনীন নৈশি বলেন,শনিবার দুপুর থেকে  দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়ছে দুই পক্ষ। এতে  ক্যাম্পাস জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইটের আঘাতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শুনেছি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে সংঘর্ষের কথা শুনে আমি হলে আসি। এরপর প্রক্টোরিয়াল টিমকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে এসে হলের ফটক বন্ধ করে দিই। এখন আবার  শুনলাম ক্যাম্পাসের গেটে সংঘর্ষ চলছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীদের মারামারি কথা  শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়