ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১০ সেপ্টেম্বর ২০২২  
আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বালুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আশিকুর রহমান বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে বলে খবর আসে। এরই ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয় এবং স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা। 

তিনি আরো জানান, এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়