ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘শেখ হাসিনা সরকার একটি শিক্ষাবান্ধব সরকার’

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১০ সেপ্টেম্বর ২০২২  
‘শেখ হাসিনা সরকার একটি শিক্ষাবান্ধব সরকার’

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনার সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। একটা উন্নত জাতি গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই। একজন শিক্ষকই একটা সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার প্রকৃত কারিগর। শিক্ষকতা  চাকরি নয়, এটা একটা মহান পেশা। আর কোনো শিক্ষক যদি তার ছাত্র-ছাত্রীকে নৈতিকতা শিক্ষা না দেন তবে তিনি পাপ করবেন। কেননা, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধহীন শিক্ষা অর্থহীন।’ 

শনিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর কলেজ মাঠে অনুষ্টিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন,  ,‘একজন শিক্ষক আমৃত্যু শিক্ষক। তিনি পেশা থেকে অবসরে গেলেও শিক্ষক।’  

নাজিরপুর কলেজের সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, নাজিরপুর উপজেলা পরিষেদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মনীন্দ্র নাথ মজুমদার, সহ সভাপতি মাস্টার কেশব লাল দাশ  প্রমুখ।

এর আগে শ ম রেজাউল করিম নাজিরপুর কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়