ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন: বরিশালে নৌকার প্রার্থী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১০ সেপ্টেম্বর ২০২২  
জেলা পরিষদ নির্বাচন: বরিশালে নৌকার প্রার্থী জাহাঙ্গীর

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জাহাঙ্গীরকে এই মনোনয়ন দেওয়া হয়।

মোবাইল ফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন একেএম জাহাঙ্গীর। মনোনয়নের খবর চাউর হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন তিনি।

একেএম জাহাঙ্গীর ছাড়াও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসাইন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু এবং জেলা আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। মনোনয়ন না পাওয়া অন্য ৫ জন দলের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান ছাড়াও ১০ উপজেলায় সাধারণ সদস্য পদে ১০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় মোট ভোটার ১ হাজার ২৯১ জন। যারা সকলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি।  
 

স্বপন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়