ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে ৫ হাজার বয়োবৃদ্ধ পেলেন ভাতার কার্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২২  
ময়মনসিংহে ৫ হাজার বয়োবৃদ্ধ পেলেন ভাতার কার্ড

ময়মনসিংহ নগরীতে ৫ হাজার বয়োবৃদ্ধ নারী-পুরুষের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেওয়া হয়েছে।  

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগীরর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে  সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু কয়েকজন বয়োবৃদ্ধের হাতে এ কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর পাঁচ হাজার কার্ড প্রদান করে।

অনুষ্ঠানে ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনে বয়স্কভাতার কার্ডধারী নাগরিক ছিলেন ৭ হাজার ৭৩০ জন। কিন্তু গত অর্থবছরেরই প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবি পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি  শীতল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়