ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোংলা বন্দর ভিড়েছে ৮ মিটার গভীরতার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১২ সেপ্টেম্বর ২০২২  
মোংলা বন্দর ভিড়েছে ৮ মিটার গভীরতার জাহাজ

এম সি সি টোকিও নামের জাহাজটি মোংলা বন্দরে আসে

প্রথমবারের মতো মোংলা সমুদ্রবন্দর জেটিতে ভিড়েছে ৮ মিটার গভীরতার বানিজ্যিক জাহাজ। 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের ৫ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এম সি সি টোকিও’ নামের জাহাজটি ভেড়ানো হয়। জাহজটিতে ৩৭৭ টিউজ কন্টেইনার রয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর সূত্র জানা গেছে, নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের অধিক গভীর জাহাজ জেটি ভিড়তে পারতো না। যে কারণে আট, সাড়ে আট কিংবা ৯ মিটারের গভীর পণ্যবাহী জাহাজ  পশুর নদীর মাঝে নোঙ্গর করা হতো। সেখান থেকে মালামাল খালাস করা হতো। বন্দর ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে পশুর নদী খনন কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষে। ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে ৮ মিটার ড্রাফটের জাহাজ আসতে পারছে।

বন্দর ব্যবহারকারী এস এম মোস্তাক মিঠু বলেন, ‘পদ্মা সেতুর সুফলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বেড়েছে। জেটি এলাকায় ড্রেজিংয়ের ফলে এ বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বন্দরে জাহাজের সংখ্যা বাড়বে ফলে ব্যবসায়ীরাও লাভবান হবেন।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, ‘কন্টেইনার নিয়ে প্রথমবারের মতো ৮ মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে। এটা সম্ভব হয়েছে খননের ফলে। ৪৮ ঘণ্টার মধ্যে এই জাহাজের মালামাল খালাস করা হবে। খালাস শেষে এখান থেকে আবারও পণ্য বোঝাই করে জাহাজটি গন্তব্যে ফিরে যাবে। এটি একটি ট্রায়াল কার্যক্রম ছিল, এই কার্যক্রমে আমরা সফল হলে নিয়মিত মোংলা বন্দরের পার্মানেন্ট জেটিতে ৮ মিটারের অধিক গভীরের জাহাজ প্রবেশ করতে পারবে।’ 

টুটুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়