ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২২  
মাগুরায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মাগুরা জেলার চার উপজেলায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এবং নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষজন।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ইতোমধ্যে জেলা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার  নিচু এলাকার মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রবি শস্য ও  আমন ধানের খেত তলিয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে বৃষ্টির কারণে মঙ্গলবার সকাল থেকেই মাগুরা শহরের রাস্তাঘাট ফাঁকা। খুব কমসংখ্যক যানবাহন সড়কে চলাচল করতে দেখা গেছে। পৌরসভাসহ আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।

মাগুরা জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, মাগুরায় গত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান  বলেন, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে সবজি ও ধানের খুব বেশি ক্ষতি হবে না।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়