ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অভয়নগরে ৪৪দিনে ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২২
অভয়নগরে ৪৪দিনে ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

এডিস মশা। ছবি: ইন্টারনেট

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়েছেই। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ৪৪ দিনে এ উপজেলায় ৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে আগস্টে শনাক্ত হয় ৩৯ জন। সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত ১৩ দিনে শনাক্ত হয়েছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।এর মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

আরও পড়ুন: যে কারণে কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ বেশি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার চলিশিয়া, গাজীপুর, সমশপুর, গুয়াখোলা ও বুইকারা গ্রামে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুজ্জামান বলেন, জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রতিনিয়ত অভয়নগরের ডেঙ্গুর বিষয়ে খোঁজখবর নিচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে কোনো কিটের সংকট নেই। গত দুই মাস ধরে উপজেলার প্রতিটি সভায় সব জনপ্রতিনিধির উপস্থিতিতে ডেঙ্গুর বিস্তারের বিষয়ে আলোচনা করেছি। যার যার জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। 

/এস কে রিটন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়