ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকায় ডেঙ্গুতে সাংবাদিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২২
ঢাকায় ডেঙ্গুতে সাংবাদিকের মৃত্যু

এরশাদ হোসেন। ফাইল ফটো

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরশাদ হোসেন (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে তিনি কাজ করতেন। তার বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তার ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই প্রথমে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।

এরশাদের মামা কুতুবউদ্দিন বলেন, ‘স্ত্রী ও আড়াই বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন এরশাদ। জুমার নামাজের পর মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।’

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়