ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

ফাইল ফটো

গাজীপুরে পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবাব( ১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ম্যোল্লা নজরুল ইসলাম। 

পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার প্রসিকিউশন ফাহিম আসজাদ, গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। 

প্রসঙ্গত, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আসেন আবু হেনা রনিসহ আরও অনেক শিল্পী। এসময় অনুষ্ঠানের পাশেই গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। এতে আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। 

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়