ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২২  
ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

আটক হওয়া রোহিঙ্গারা

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাসিন্দারা। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। 

এর আগে, গত শুক্রবার গভীর রাতে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলেন, ৮৪ নম্বর ক্লাস্টারের এরশাদ উল্লাহ (৩২), খোদেজা বেগম (২৮),  মো.শাহেদ (১০), রোসমিন আক্তার (১৫), মো. হাসান, সেতারা বেগম (২৭) ও মো. তোফায়েল (৯ মাস)।  

পুলিশ সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে আসেন। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি চর জব্বার থানায় জানান। পরে পুলিশ শনিবার  সকালে আটককৃতদের থানায় নিয়ে আসে।

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়