ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ’লীগ প্রার্থীর পক্ষে মোনাজাত, চট্টগ্রামের ডিসিকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২২
আ’লীগ প্রার্থীর পক্ষে মোনাজাত, চট্টগ্রামের ডিসিকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর জয় কামনা করে মোনাজাতে অংশ নেওয়ার ঘটনায় মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদের নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে মোহাম্মদ মমিনুর রহমানের পরিবর্তে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়