ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতীয় ট্রাকে মিললো সাড়ে ৩ কেজি সোনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
ভারতীয় ট্রাকে মিললো সাড়ে ৩ কেজি সোনা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে ভারতীয় ট্রাক থেকে প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে সোনা উদ্ধার করে ৫৯ বিজিবি। এ ঘটানায় ভারতীয় ট্রাকের ড্রাইভার রেন্টু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভারতের মালদার মাহাদিপুর এলাকার মাফাজুল শেখের ছেলে।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা এ খবর নিশ্চিত করেন।

লে. কর্ণেল আমির বলেন, পণ্য নিয়ে ভারতীয় ট্রাকটি শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে প্রবেশ করে। রোববার সকালে পণ্য খালাশ করে ভারতরে ফিরে যাওয়ার সময় ওই ট্রাকে অভিযান চালায় বিজিবির সদস্যরা। অভিযান পরিচালনা করে ৩ কেজি ৪৭৬ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা। এ ঘটনায় ওই ট্রাকটি আটক করা হয়েছে।

সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শিয়াম/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়