ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা!

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সারজিনা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকায় নিজ ঘর থেকে ওই পরীক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়।  

পরিবারের বরাতে বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, পরীক্ষা ভালো না হওয়ায় সারজিনা আত্মহত্যা করেছে। 

সারজিনা আক্তার বকশীগঞ্জের সীমারপাড় গ্রামের সামশের আলীর মেয়ে। তিনি স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্রের পরীক্ষা দেয় সারজিনা। সে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে। ঠিকমতো পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের ভয়ে আত্মহত্যা করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর  নিশ্চিত করে বলা যাবে।

সেলিম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়