ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইজিবাইক-নছিমন সংঘর্ষে ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
ইজিবাইক-নছিমন সংঘর্ষে ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

আহত শিক্ষার্থী

গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আট পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলার রামদিয়া ক্লিনিক ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া-সাতপাড় সড়কের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব মো. শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন সুরমা খানম, নাদিরা খানম, সাগরিকা খানম, আল্লাদী খানম, রনি শেখ, তানজিলা খানম, তিথি খানম ও সাজ্জাদ মোল্যা। তারা উপজেলার ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয় ও দেবাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানান, রামদিয়া সরকারি এসকে কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে আট শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সীতারামপুর-বেথুড়ীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক উল্টে আট শিক্ষার্থী আহত হয়। আহতরা জখম হয়েছে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. শরিফুল ইসলাম বলেন, গুরুতর আহতদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। 
 

বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়