ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভরণ-পোষণ চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
ভরণ-পোষণ চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

রফিকুল ইসলাম। ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ে ভরণ-পোষণ ও স্বামীর সম্পদের সঠিক বণ্টন চেয়ে ছেলে রফিকুল ইসলামের (৪১) বিরুদ্ধে মামলা করেছেন তার মা রোকেয়া আক্তার (৬০)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন তিনি। ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ রায় মামলাটি আমলে নিয়ে রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন। রোকেয়া আক্তার জেলার সিঙ্গিয়ার কলনিপাড়ার মৃত আবু তাহেরের স্ত্রী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাইজিংবিডির সঙ্গে আলাপকালে নিজের অসহায়ত্ব তুলে ধরে বৃদ্ধা রোকেয়া আক্তার বলেন, ‘আমার স্বামী ছিলেন অগাধ সম্পদের মালিক। ২০১৫ সালে তিনি মারা যাওয়ার পর আমার কষ্টের জীবন শুরু হয়।’

তিনি বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে কিছু পরিমাণে খরচ দিচ্ছিল। কিন্তু ২০২১ সালে বড় ছেলে রফিকুল ইসলাম ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বানায়। সেখানে বাকি সন্তানদের বাদ দিয়ে নিজেকে মৃত তাহেরের একমাত্র সন্তান উল্লেখ করে।’

রোকেয়া আক্তার বলেন, ‘প্রতারণার মাধ্যমে সব সম্পদ নিজের নামে করার পর বড় ছেলে রফিকুল ইসলাম সম্পূর্ণ ভরণ-পোষণ দেওয়া বন্ধ করে দেয়। পিতার সম্পদের ভাগ নিয়ে ঝামেলা থাকায় ছোট ছেলে ও তিন মেয়েও মুখ ফিরিয়ে নেয়।’

তিনি আরও বলেন, ‘নিজের কাছে পূর্বের জমানো ৪৫ হাজার টাকা ছিল। সেটা দিয়ে এত দিন চলতে পারলেও এখন কিছুই নেই। তাই আদালতের শরণাপন্ন হয়েছি।’

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক সিদ্দীক হোসেন বলেন, ‘মায়ের করা মামলায় ছেলে রফিকুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। মামলাটি তদন্ত করছি এবং আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

হিমেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়