ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২১ সেপ্টেম্বর ২০২২  
নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার

মারা যাওয়া চাচা-ভাতিজা ও শামিম

কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

আবুজর গিফারী জানান, বুধবার ভোর ৬টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে দুইজনের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নামখাইল এলাকা থেকে শামীমের লাশ উদ্ধার হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের ন্যায় গত সোমবার বিকেলে সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। সেদিন বিকেল পৌনে ৬টার দিকে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হন। ঘটনার দুদিন পর নেখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে।

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়