ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২২
৬ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ১৬ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মহাজনপট্টির ৩টি দোকানে তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভির আহমেদসহ অনেকে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযানে নামে। এসময় লালমোহনের মহাজনপট্টি থেকে বিভিন্ন প্রকারের অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়