ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২২  
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায়। একই সময়ে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ১৯ জন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যাক্তিরা হলে শিউলী রাণী (৪০), খুরশীদা বেগম (৭০) এবং দিলআরা বেগম (৫০)।

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে সর্বশেষ ডেঙ্গুর প্রতিবেদনে জানানো হয়, গতকাল ২১ সেপ্টেম্বর থেকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে মারা যায় একজন ডেঙ্গু রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৩৯১ জন।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়