ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বাবার দাফন শেষে পরীক্ষায় অংশগ্রহণ মেয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২২
বাবার দাফন শেষে পরীক্ষায় অংশগ্রহণ মেয়ের

বাবা মো. জাহাঙ্গীর মিয়া ও মেয়ে নুশরাত জাহান সাথী

নুশরাত জাহান সাথী ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। গণিত পরীক্ষার দিন পরীক্ষা হলে যাওয়ার আগেই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বাবার লাশ দাফন শেষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে সাথীকে। পরীক্ষার হলে বার বার অজ্ঞান হয়ে যাওয়া সাথী কতটুকু অংকের হিসেব মিলাতে পেরেছে, সে কিছুই বলতে পারেনা। বাবার প্রিয় সন্তানের পক্ষে এমন পরিস্থিতিতে অংকের হিসেব মিলানো তো সত্যিই কঠিন।

নিজের ইচ্ছার বিরুদ্ধে আত্মীয় স্বজনের পীড়াপীড়িতে বাধ্য হয়ে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষা কেন্দ্রে যায় সাথী। এসময় সাথীর সাথে পরীক্ষা কেন্দ্রে যায় তার খালা। কিন্তু কেন্দ্রে বাবার শোকে বার বার জ্ঞান হারাচ্ছিলো সাথী।

জানা গেছে, সাথীর বাবা মো. জাহাঙ্গীর মিয়া (৫০) বুধবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৬টায় মস্তিষ্কের রক্ত ক্ষরণে ঢাকার খিলক্ষেত এশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই সাথীর বাবার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে গ্রামে আনা হয়। মরদেহ বাড়িতে পৌঁছলে স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের কান্নায় আশপাশের এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়। 

রুমন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়