ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে চলে গেল ৫৮ গরু, ফিরিয়ে আনলো বিজিবি

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২২  
ভারতে চলে গেল ৫৮ গরু, ফিরিয়ে আনলো বিজিবি

রাজশাহী সীমান্ত এলাকায় চরতে চরতে ৫৮টি গরু ঢুকে পড়েছিল ভারতে। তাই গরুগুলো ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ সেপ্টেম্বর) গরুগুলো মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিকেলে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহীর চর খিদিরপুর সীমান্ত ফাঁড়ির সীমান্ত পিলার-১৫৯/৪-এস এর পাশ দিয়ে বাংলাদেশী নাগরিকের ৫৮টি গরু ঘাস খেতে খেতে ৫০০ গজ ভারতের ভেতরে ঢুকে যায়।

এ সময় ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ক্যাম্পের টহল দল গরুগুলো ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত খিদিরপুর সীমান্ত ফাঁড়ি কমান্ডার এবং রাজানগর ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে রাতে বিএসএফ গরুগুলো বিজিবির কাছে ফেরত দেয়। গরুগুলো মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ সময় বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, ৮নম্বর ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে রাখালদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 
ভবিষ্যতে যাতে বাংলাদেশি নাগরিকদের গবাদিপশু ভারতে ঢুকে না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়