ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেকনাফ সীমান্তে ১৩ স্বর্ণের বার জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০২২  
টেকনাফ সীমান্তে ১৩ স্বর্ণের বার জব্দ

কক্সবাজারের টেকনাফে বার্মিজ গুড়ের মধ্যে লুকানো ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফের বরইতলী এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মিয়ানমার হতে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি ট্রলার থেকে নেমে এক ব্যক্তিকে বস্তা মাথায় বরইতলী প্যারাবনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেন। এসময় তিনি বস্তাটি ফেলে দিয়ে দ্রুত পাহাড়ের মধ্যে পালিয়ে যান। পরে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

তারেকুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়