ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ইউপি সদস্য ওমর ফারুক হত্যা মামলায় মো. আমিন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।

আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ মার্চ রাতে ওমর ফারুক শ্যামগঞ্জের পাটোয়ারী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ২০১৮ সালের ২৯ আগস্ট আদালতে আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তকালে অন্য আসামিদের নাম বাদ যায়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি আমিনের মৃত্যুদণ্ড দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

লিটন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়