ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২২  
জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে তানভীর মিয়া নামে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল-আরেফিন জেলাশহরের আনন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল-আরেফিন বলেন, মাছের পোনা ও প্রজননক্ষম মাছ রক্ষার্থে দুপুরে আনন্দ বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী তানভীর মিয়ার কাছে থাকা জেলিযুক্ত ১৫ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামীম উদ্দিন ও সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

রুবেল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়