ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাফ জয়ী ৫ ফুটবলারকে সংবর্ধনা দিচ্ছে রাঙামাটি প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২২
সাফ জয়ী ৫ ফুটবলারকে সংবর্ধনা দিচ্ছে রাঙামাটি প্রশাসন

সাফ জয়ী পাহাড়ের ৫ নারী ফুটবলারকে সংবর্ধনা দিচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি জেলা প্রশাসন। 

এই পাঁচ নারী ফুটবলাররা হচ্ছেন- রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা এবং খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী জানিয়েছেন, পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন- ঋতুপর্ণা রুপনা আনাই আনুচিংরা অত্যন্ত সফলতার সাথে বিজয়ী হওয়ায় তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি তারা যাতে ভবিষ্যতে খেলায় আরো উৎসাহ পায় এজন্য ২৯ সেপ্টেম্বর রাঙামাটি শহরে মোটর শোভযাত্রা ও  বিকেলে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হবে।

তিনি জানান, দুইশতাধিক মোটর সাইকেল ও গাড়ি শোভাযাত্রা করে খোলা জিপে করে খেলোয়াড়দের রাঙামাটি স্টেডিয়ামে এনে সংবর্ধনা দেওয়া হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পাঁচ নারী ফুটবলাকে রাঙামাটির ঘাগড়া থেকে রাঙামাটি শহরের দোয়েল চত্বর ঘুরে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিজয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়