ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমারখালীতে বিষধর রাসেল ভাইপার উদ্ধার, পর অবমুক্ত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২২  
কুমারখালীতে বিষধর রাসেল ভাইপার উদ্ধার, পর অবমুক্ত

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে জেলের জালে ধরে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইপার। পরে সাপটিকে গড়াই নদীর পাড়ে অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এ সাপ তার জালে আটকা পড়ে। বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম সাপটি উদ্ধার করে কুমারখালীর গড়াই নদীর সৈয়দ মাসুদ রুমী সেতুর (মীর মশারফ হোসেন সেতু) নিচে অবমুক্ত করা হয়।

কুমারখালী উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জেলে শামীম হোসেনের জালে অজগর সাপ আটকা পড়েছে— এমন খবরে সেখানে গিয়ে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়।

জেলা বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ধারণা করা হচ্ছে, সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে এসেছে। এতে আতঙ্কের কিছু নেই। সেটি অন্যত্র চলে যাবে।
 

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ