ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২২
চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা

খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘চিংড়িতে অপদ্রব্য পুশ করছে, এমন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়ার কাজী ইসহাক আলীর মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সত্যতা পাওয়ায় ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৩ হাজার কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।’

নুরুজ্জামান/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়