ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোট চাইতে গিয়ে বাধা পেলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২২  
ভোট চাইতে গিয়ে বাধা পেলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

ভোট চাইতে গিয়ে বাধার মুখে পড়েছেন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে ভোটারদের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনসার আলী জানান, দুপুরের পর চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান তার সমর্থকদের নিয়ে পৌরসভায় আসেন। তিনি মেয়রের দপ্তরে বসে নয়জন কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আখতারুজ্জামানকে মেয়রের কক্ষ থেকে বাইরে ডাকেন। তিনি বাইরে গেলে শুরু হয় হট্টগোল। তখনই দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে আখতারুজ্জামান তার সমর্থকদের নিয়ে পৌরসভা থেকে চলে যান।

জানতে চাইলে আখতারুজ্জামান আক্তার বলেন, ‘আমি নির্বাচনী গণসংযোগে ছিলাম। হঠাৎ ১০-১৫ জন ছেলে আমার গণসংযোগে আক্রমণ করে বসে। এ সময় আমার সমর্থকদের সঙ্গে তাদের হাতহাতি হয়। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর তারা আবার সেখানে ফিরে এসে তাদের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে গেছেন।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান বলেন, ‘ছাত্রলীগের কিছু ছেলের সঙ্গে প্রার্থীর সমর্থকদের ঝামেলা হচ্ছিল। খবর পেয়ে আমরা গিয়ে শান্ত করেছি। তারপর সব ঠিক হয়ে গেছে।’ 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘তর্ক-বিতর্কের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। বড় ঘটনা ঘটেনি। প্রার্থীর সঙ্গেও আমার কথা হয়েছে। সব ঠিক আছে।’

আখতারুজ্জামান আক্তার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। দলের মনোনয়ন না পেয়ে জেলা পরিষদ নির্বাচনে তিনি ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। এ জন্য তাকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে জেলা আওয়ামী লীগ। 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়