ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১ অক্টোবর ২০২২  
ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

রাজশাহীতে ৮৮ জনের মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ক্রীড়াসেবীদের করোনাকালীন বিশেষ অনুদান, মাসিক ভাতা ও এককালীন আর্থিক অনুদানের এই চেক বিতরণ করা হয়।

আর্থিকভাবে অসচ্ছল ও আহত খেলোয়াড় এবং সংগঠকদের হাতে এই চেক তুলে দেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, সরকার খেলাধুলার উন্নয়নের স্বার্থে আর্থিক সহয়তা করে থাকে। আর এটিই তার প্রমাণ। সঠিক পৃষ্ঠপোষকতার কারণে আমাদের ছেলে মেয়েরা আজ দেশের নাম বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। রাজশাহীতেও খেলাধুলা আগের চেয়ে অনেক বেড়েছে, ভবিষ্যতে আরো বাড়বে।’

তিনি আরও বলেন, খেলাধুলা করতে গেলে টাকার প্রয়োজন হয় না। ভালো খেলা উপহার দিলে টাকা এমনিতেই চলে আসে।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, মো. রোকুনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়