ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধামরাইয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ তিন ইটভাটা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২ অক্টোবর ২০২২   আপডেট: ২০:৫৪, ২ অক্টোবর ২০২২
ধামরাইয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ তিন ইটভাটা

ঢাকার ধামরাইয়ে পরিবেশগত ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

রোববার (২ অক্টোবর) ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তর ও ধামরাই উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

ইটভাটাগুলো হলো- মেসার্স হালিমা ব্রিকস, মেসার্স সান ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার মেসার্স হালিমা ব্রিকস, মেসার্স ডাউটিয়া ব্রিকস এবং মেসার্স সান ব্রিকস চিমনীসহ সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রতীক ইসলাম।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনটি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাব্বির/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়