ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৪ অক্টোবর ২০২২  
মুক্তিযোদ্ধাদের স্মাট কার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ শুরু

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মাট আইডি কার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৬৯ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এসব স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

এসময় মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শাহজাহান সোহেল।

দয়াল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়