ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা সেতুতে টোল দিলেন শেখ রেহানা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৭ অক্টোবর ২০২২  
পদ্মা সেতুতে টোল দিলেন শেখ রেহানা

সাদা একটি খামে পদ্মা সেতুর টোল পরিশোধ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা

সড়ক পথে ঢাকা থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসার পথে পদ্মা সেতুতে টোল দিয়েছেন শেখ রেহানা। টোল দেওয়ার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার (৭ অক্টোবর) সকালে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সড়ক পথে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওনা হন ছোট বোন শেখ রেহানা। এসময় পদ্মা সেতুতে অবস্থান করেন তারা। সেতু পর হওয়ার সময় একটি সাদা খামে করে পদ্মা সেতুর টোলের টাকা টোল উত্তোলনকারীকে তুলে দেন শেখ রেহানা।

আরো পড়ুন: টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী

এরপর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার কামনা করে ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

আরো পড়ুন: রাষ্ট্রপতি আজ সড়ক পথে পদ্মা সেতু দিয়ে টুঙ্গীপাড়া যাচ্ছেন

বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবেন তারা। বোন রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাদল সাহা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়