ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাগুরায় ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১১ অক্টোবর ২০২২  
মাগুরায় ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুর উপজেলা বটেখালী গ্রামের অনুষ্ঠিত হয়ে গেলো শত বছরের ঐত্যিবাহী কবি গানের আসর ও গ্রামীন মেলা। মঞ্চে দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাক যুদ্ধ, তর্ক বিতর্ক মুগ্ধ করে উপস্থিত দশর্ককদের। 

সোমবার (১০ অক্টোবর) বিকেলে বটেখালী গ্রামের এ কবি গানের আসর বসে।এবারের আসরের উদ্বোধন করেনমাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর।

মেলায় আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বাবু সূর্য় কান্ত বিশ্বাস বলেন, ‘আমাদের এই অঞ্চলে শত বছরের ঐতিহ্য হলো এই কবিগানের আসর। মূলত লক্ষ্মী পূজার পরের দিন কবিগানের আসর ও মেলার আয়োজন করা হয়ে থাকে।’

কবিগানের এই আসরে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা আর্দশ কলেজের সাবেক অক্ষধ্য সূয কান্ত বিশ্বাস, যুগলীগের আহবাওয়াক ফজলুর রহমানসহ অন্যরা। 

আসরে কবি গান পরিবেশন করেন গোপালঞ্জলের দুই কবি বিয়াওল নিশিকান্ত সরকার ও মনি শংকর সরকার। 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়