ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতছড়িতে ব্রিজ মেরামত, হবে নতুন ব্রিজ ও গাইডওয়াল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৬ অক্টোবর ২০২২  
সাতছড়িতে ব্রিজ মেরামত, হবে নতুন ব্রিজ ও গাইডওয়াল

মেরামতকৃত ব্রিজের ওপর ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা

পাহাড়ি ঢলে চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লীর ধসে পড়া ব্রিজ অবশেষে মেরামত হয়েছে। সম্প্রতি সরকারি বরাদ্দে এ বিজ্রটি মেরামত করা হয়। শুধু তাই নয়, একইস্থানে স্থায়ীভাবে নতুন করে টেকসই পাকা ব্রিজ ও টিলার ধস টেকাতে গাইডওয়াল নির্মাণে বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিক ব্রিজটি মেরামত করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা। এজন্য তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, ‘পাহাড়ে আমাদের জন্ম। মৃত্যুও যেন এখানেই হয়। এ স্থানটা আমাদের কাছে প্রিয়। পাহাড় রক্ষা করতে আমরা আপ্রাণ চেষ্টা চালাই। আমরা টিলা কাটি না। টিলা রক্ষায় কাজ করি। তবে টিলা কাটা চক্রের কাছে আমরা অসহায়।’  

তিনি আরও বলেন, ‘জন্মের পর ছড়াগুলো দেখলাম ছোট, এখন দিন দিন বড় হচ্ছে। বাকি দিনে কী হবে জানি না। আমাদের বসবাস পাহাড়ের টিলার ওপরে। টিলায় বসবাস নিরাপদ মনে করি। আর সবাই মিলেমিশে একত্রে থাকি। আমাদের পূর্ব পুরুষরাও নির্জন পাহাড়-টিলায় বাস করে গেছেন।’ 

চিত্তরঞ্জন দেববর্মা বলেন, ‘দেশ স্বাধীনের পর সরকারি সিদ্ধান্তে বনবিভাগ আমাদের বনের এক পাশে অবস্থিত সড়ক পথের কাছের টিলায় বসবাসের ঠিকানা করে দেয়। সেই থেকে এখানে বসবাস করছি। কিন্তু এই টিলার পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া থেকে বিভিন্ন চক্র নানা সময়ে বালু উত্তোলন করে। তাই আজ টিলা ধসের কারণ হয়ে উঠেছে। একদিকে ছড়া হচ্ছে প্রশস্ত। অন্যদিকে পাহাড়ি টিলা হচ্ছে সংকীর্ণ। এর সঙ্গে আমাদের বসবাসও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।’ 

পল্লীর সহকারী হেডম্যান আশিষ দেববর্মা জানান, বৃষ্টিপাতের কারণে ২০১৭ সালে পল্লীর টিলা ধস শুরু হয়। পল্লীর ২৪টি পরিবারের মধ্যে সেই মৌসুমে ৩ পরিবারকে নিজেদের ভিটা ছাড়তে হয়েছে। তারা টিলার অন্যত্র গিয়ে থাকছে। পরে আরো কয়েকটি পরিবারকে নিজেদের ভিটা ছাড়তে হয়েছে। উদ্যানের অন্যান্য ছড়ায়ও টিলা ধসে পড়ছে। সেইসঙ্গে ভেঙে পড়ছে গাছপালা। টিলা রক্ষায় প্রাচীর নির্মাণ করা দরকার। আর তাতে বড় আকারের বাজেট প্রয়োজন।
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়