ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৮ ভোটের ব্যবধানে জিতলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৭ অক্টোবর ২০২২  
৮ ভোটের ব্যবধানে জিতলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা 

নুরুল হুদা মুকুট

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ৮ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬০৪ ভোট। 

নির্বাচনে নুরুল হুদা মোটরসাইকেল প্রতীক এবং খায়রুল কবির ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন একথা জানান।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

জেলার ১২টি কেন্দ্রের ২৪টি বুথে ভোটার ছিলেন ১ হাজার ২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সারা জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করেছে র‌্যাব ও বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা নুরুল হুদাকে নির্বাচিত করা হয়। তিনি পেয়েছেন ৬১২ ভোট। ঘোড়া প্রতীকের প্রার্থী খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬০৪ ভোট।

আল আমিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়