ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বান্দরবানের দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৭ অক্টোবর ২০২২   আপডেট: ২২:০১, ১৭ অক্টোবর ২০২২
বান্দরবানের দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ

ফাইল ফটো

বান্দরবানের রুমা ও রোয়াংয়ছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালাবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই এই দুই উপজেলায় পর্যটক ভ্রমণ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে কবে নাগাদ এ নির্দেশনা প্রত্যাহার করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, যৌথবাহিনীর অভিযানের কারণে বান্দরবানের দুই উপজেলায় আপাতত পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাসু দাশ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়