ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে পাচারকালে ২ কেজি স্বর্ণ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ অক্টোবর ২০২২   আপডেট: ১৮:৫০, ১৯ অক্টোবর ২০২২
ভারতে পাচারকালে ২ কেজি স্বর্ণ উদ্ধার

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪শ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৮ লাখ কোটি টাকা।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে স্বর্ণের বারসহ ৫ পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিন্টেনডেন্ট সোহেল রায়হান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।

সোহেল রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে আরও তিন জনের দেহে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

মোসলেম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়