ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝালকাঠিতে ৪ লাখ মানুষ যাবেন আশ্রয়কেন্দ্রে 

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৪ অক্টোবর ২০২২  
ঝালকাঠিতে ৪ লাখ মানুষ যাবেন আশ্রয়কেন্দ্রে 

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ঝালকাঠিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সভায় জানানো হয়েছে, জেলার চার লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেচ্ছাসেবক, চিকিৎসক ও পুলিশসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন। 

এদিকে আজ সকাল থেকে ঝলকাঠিতে মাঝারি ও ভারি বৃষ্টিপাত এবং  দমকা হাওয়া বইছে। বৈরি আবহাওয়ার কারণে জন জীবন বিপর্যস্ত হয়ে পরেছে। 

রিকশা চালক মনির হোসেন বলেন, বৈরি আবাহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে তেমন লোকজন নেই। পেটের টানে কষ্ট উপেক্ষা করে রিকশা নিয়ে রাস্তায় নেমেছি।

সুগন্ধা নদী তীরের বাসিন্দা সালমা বেগম বলেন, ‘আমরা নদীর পাড়ে বসবাস করি বৃষ্টি বন্যা হলেই আতঙ্কের মধ্যে থাকতে হয়।’ 

জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলায় ত্রাণের  শুকনো খাবার মজুদ নেই। তবে নগদ টাকা ও অন্যান্য সব ব্যবস্থা রয়েছে। ঝড় আসার আগেই চার লাখ মানুষকে আশ্রয়কেন্দ্র গুলোতে পাঠানো হবে। সেজন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে।

অলোক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়