ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে ২৬১ বস্তা চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ অক্টোবর ২০২২  
চট্টগ্রামে ২৬১ বস্তা চিনি জব্দ

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারের দুইটি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৬১ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বেশি দামে চিনি বিক্রির অপরাধে দুই দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। 

নাসরিন আক্তার জানান, পাহাড়তলি বাজারে অভিযানে দুটি দোকানের গুদাম থেকে ২৬১ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি দোকান থেকে ১৮১ বস্তা এবং অপর দোকান থেকে ৮০ বস্তা চিনি জব্দ হয়। এসব চিনি বাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে প্রকাশ্যে ন্যায্য মূল্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া একই সময় চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিং নামের একটি দোকানকে ৫০ হাজার এবং উত্তরবঙ্গ ট্রেডিং নামের অপর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়