ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাতে দোকান খোলা, জরিমানা আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১ নভেম্বর ২০২২  
রাতে দোকান খোলা, জরিমানা আদায়

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় মানিকগঞ্জে ১২ দোকানিকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। 

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১২ দোকানিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রাতে দোকান খোলা রাখার বিষয়ে তাদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চন্দন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়