ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:২১, ৪ নভেম্বর ২০২২
শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

জব্দকৃত সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ আমান উল্লাহ নামের এক যাত্রীকে আটক করেছে এনএসআই।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে দুবাই থেকে আসা এই যাত্রীকে আটক করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলীম আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। 

আটক যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। 

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন আমান উল্লাহ। লাগেজ নিয়ে বিমানবন্দরের কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তাকে আটক করে এনএসআইয়ের একটি টিম। পরে তার লাগেজ তল্লাসী করে ১১০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ ব্যাপারে আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আটক সিগারেট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়